1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক সংস্কারের দাবিতে চাঁদপাশা ইউনিয়নে মানববন্ধন। মেঘনার বুকের একাকী সাক্ষী: লাল পোল ব্রিজের করুণ কাহিনি আশুলিয়ায় চার লাখ টাকার জাল নোটসহ নারী-পুরুষ গ্রে,প্তা,র বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কারিগরি মাদ্রাসার মতবিনিময় সভা অনুষ্ঠিত। জামালপুর পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে জামালপুর পৌরসভা বদ্ধপরিকর।। মহাদেবপুরে ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি সাজুর উপর হামলা নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চিরিরবন্দর আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান হেলাল সরকার আ,ট,ক, আদালতে সপর্দ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাবাকে হ,ত্যা, ছেলে আ,টক বান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর শিশুর ম,র,দেহ উ,দ্ধা,র

সন্তান দত্তক নেওয়ার ৩ (তিন) বছর পর সন্তান ফেরতের দাবিতে আদালতে মা*মলা।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের বসবাসকারী গনেশ সূত্রধর ও কামনা সূত্রধর দম্পতির দত্তক নেয়া সন্তান আদিত্য সূত্রধর (৩) নামের এক শিশুকে উদ্ধার করে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
সোমবার (২৬ মে) দুপুর ১২ টার দিকে সাটুরিয়া থানা পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক সাটুরিয়া উপজেলার হাজিপুর গ্রাম থেকে গনেশ সূত্রধর ও কামনা সূত্রধরের দত্তক নেয়া পুত্র সন্তান আদিত্য সূত্রধর কে থানায় নিয়ে আসে। এ সময় আদিত্যর সঙ্গে তার পালক পিতা মাতা ছিল। শিশু আদিত্য কে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় বিগত ১৯/৮/২২ ইং তারিখ নোটারি পাবলিক টাঙ্গাইল এর মাধ্যমে মাসতাতো বোন বাসনা রানীর কাছ থেকে সদ্যজাত ছেলে সন্তান কৃষ্ণকে দত্তক নেন নিঃসন্তান কামনা রানী। দত্তক নেয়ার পর সনাতন রীতি নীতি মেনে ছেলের নাম আদিত্য রেখে অন্নপ্রাশন্ন থেকে সমস্ত ক্রিয়াকর্ম করেন। জন্মের পর হতে আদিত্য (কৃষ্ণ) কামনা-গনেশ কে মা বাবা হিসেবেই চেনে। বাসনা রানীর দীলিপ মন্ডলের স্ত্রী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাজীহারা গ্রামের বসবাস করেন।
কামনা সূত্রধর কান্না জড়িত কণ্ঠে জানান, আমি আমার মাসতাতো বোনের কাছ থেকে আদালতে মাধ্যমে এফিডেভিট করে ছেলেকে (আদিত্য+ কৃষ্ণ) নিয়েছি। এ সন্তান ভুমিষ্ট হওয়ার পর থেকে আমিই (কামনা রানী) ভরন পোষণ করেছি। ভুমিষ্ট হওয়ার আগে এ সন্তানকে নষ্ট করতে চেয়েছিল আমার বোন। আমি তাকে নিষেধ করে সন্তান ভুমিষ্ট করিয়েছি। সিজার করার টাকা থেকে আমার ভগ্নিপতি (দীলিপ মন্ডল) কে ২ লক্ষ টাকা নগদ দিয়েছি। বিভিন্ন সময়ে তাকে টাকা প্রদান করেছি। আজ আমার কাছ থেকে ছেলে কেড়ে নেয়ার জন্য পুলিশ পাঠিয়েছে। ওর তো আরও তিনটি ছেলে আছে। আমার তো একটাই সন্তান কেনো নিবে। আমি আমার সন্তানকে আইনের মাধ্যমে নিয়েছি ফেরত দেবো কেনো? আমার সন্তান আমারই থাকবে।
বাসনা রানী জানান, আমার সন্তান আমার বোন কে দিয়েছিলাম এখন দেবো না। বোনের কাছে আমার সন্তান চাইতে গেলে দিবে না বলে জানায়, এ জন্য আদালতে মামলা করেছি।
অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম জানান, বাসনা রানী আদালতে একটি মামলা করে। আদালত সন্তান উদ্ধার করে আদালতে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক শিশুটিকে উদ্ধার করে আদালতে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট