বিজয়নগর উপজেলা ভূমি অফিসে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্ভোদন
মোঃরইজ উদ্দিন,
বিশেষ প্রতিনিধি দৈনিক প্রভাতী বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ২৫/০৫/২০২৫ ইং তারিখ হইতে ২৭/০৫/২০২৫ ইং পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সাধনা এিপুরা। সকাল ১০ টায় বিজয়নগর উপজেলা ভূমি অফিস চত্বরে লাল ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির রাজু মোদক, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আলী মনচুর, হরষপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর, বুধন্তী ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা সফিউল্লাহ,পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নবী হোসেন,বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবদুল ওহাব সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, কর্মকর্তাচারীগন,এছাড়াও সেবা প্রার্থী সাধারণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোদক সাধনা এিপুরা বলেন, আজ হতে তিন দিন পর্যন্ত ভূমি সেবা কার্যক্রম চলবে, ই-নামজারী,ভূমি উন্নয়ন কর, ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করা হবে। এছাড়াও ভূমি ও নামজারী সহ বিভিন্ন সমস্যার জন্য গনশুনানী করা হবে। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস এসে জন্য গনশুনানী করা হবে। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বরে অফিসের সামনে এসে শেষ হয়।