বিশেষ প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ সংশ্লিষ্ট কিছু সম্পদ জব্দ হওয়ার ঘটনা ঘটেছে, যা দেশে আশার সঞ্চার করেছে।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ঋণ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই মন্তব্য করেন।
তিনি বলেন, “যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনায় আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি। এটি সামনে আরও বেগবান করতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাচারকৃত সম্পদ যুক্তরাজ্যে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। আশা করি, সেগুলোকেও চিহ্নিত করে জব্দ করা সম্ভব হবে।”
পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।
অনুষ্ঠানে বক্তারা দেশের আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং দারিদ্র্য বিমোচনে পিকেএসএফের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি অর্থ পাচার রোধে আরও কার্যকর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
গভর্নর আহসান এইচ মনসুর তাঁর বক্তব্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।