বিশেষ প্রতিবেদন
যুক্তরাজ্যের গুরুতর ও সংগঠিত অপরাধ দমন সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লন্ডনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় ৯ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৭৯ কোটি টাকা, প্রতি পাউন্ড ১৬৪ টাকা ধরে) মূল্যের বিলাসবহুল সম্পদ জব্দ করেছে।
সম্প্রতি ব্রিটিশ সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতির অর্থ অনুসন্ধানে সহায়তার আহ্বানের মুখে এমন পদক্ষেপ নিল। এনসিএ এরই মধ্যে সংশ্লিষ্ট সম্পদ জব্দে মোট ৯টি আদেশ পেয়েছে বলে জানা গেছে।
সরকারি নথিপত্র থেকে জানা যায়, জব্দকৃত সম্পদের মালিকানা রয়েছে আহমেদ শায়ান এফ রহমান এবং তাঁর চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের নামে। আদালতের আদেশ অনুযায়ী, তাঁরা এখন এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। উল্লেখযোগ্য যে, এসব সম্পদের মধ্যে লন্ডনের অভিজাত এলাকা গ্রোসভেনর স্কয়ারের একটি অ্যাপার্টমেন্টও রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধান প্রতিবেদনে দাবি করে, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে বিপুল সম্পদ রয়েছে, যা বর্তমানে ব্রিটিশ কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।