বিশেষ প্রতিবেদন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে তাদের দলের কোনো ধরনের সম্পর্ক নেই।
শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, “আসিফ ও মাহফুজ অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছেন গণঅভ্যুত্থানের পক্ষ থেকে। আমিও সেই আন্দোলনের একজন প্রতিনিধি ছিলাম। তবে তারা যদি রাজনীতি করতে চান, তাহলে সরকারের অংশ হিসেবে তা সম্ভব নয়—তাদেরকে সরকারের বাইরে এসে নিজ নিজ অবস্থান থেকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের এনসিপির সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে, যা নিন্দনীয়।”
তিনি আরও বলেন, “শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন, অপরাধীদের বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কার তদারকির লক্ষ্যে তারা অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন। তারা কবে সরকার থেকে পদত্যাগ করবেন বা আদৌ করবেন কি না, সে সিদ্ধান্ত পুরোপুরি তাদের নিজস্ব।”
নাহিদের ভাষ্য অনুযায়ী, এই দুই উপদেষ্টাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।