স্টাফ রিপোর্টারআদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৮ নম্বর গফরগাঁও ইউনিয়নের উতুরি গ্রামের একটি মসজিদে জুমার নামাজ আদায়, কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। শুক্রবার (২৩ মে) তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জুমার নামাজ আদায় শেষে তিনি ইউনিয়ন বিএনপির প্রয়াত সাবেক সভাপতি মির্জা মকবুক, সাবেক সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাবেক সভাপতি সিরাজ, এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সোহাগের কবর জিয়ারত করেন। এরপর তিনি স্থানীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় গফরগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মননের বাড়িতে। সেখানে আলমগীর মাহমুদ আলম ও অন্যান্য নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এই সফরে আলমগীর মাহমুদ আলমের সঙ্গে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের সাবেক সভাপতি এখলাস উদ্দিন বাবুল, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, সাহিদ মাস্টার, যুবদলের সভাপতি সরদার মোহাম্মদ খুররম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম ও মিজানুর রহমান পল্টন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা, সাবেক নেতা মোহন ডাক্তার, বারবারিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ভৈরম; সাবেক বিএনপি নেতা জয়নাল আবেদিন চানু, দক্ষিন জেলা যুবদলের সহ-সভাপতি বিপ্লব, জেলা যুবদল নেতা জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ ও সালেহ আকরাম তসলিম, আহ্বায়ক কমিটির সদস্য হানিফ খান, এবং দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আনচারুল হক,
গফরগাঁও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ, পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক রিপন, গফরগাঁও পৌর জাসাসের আহবায়ক রোস্তম ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত মকবুক মির্জার ছেলে কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা জুয়েল, হাবীব মাস্টারের ছেলে বিএনপি নেতা সিজার, মরহুম সিজারের দুই ভাই, কামরুজ্জামান সোহাগের ছোট ভাই জুয়েল বলাই এবং তার ছেলে আবিদ হাসানসহ আরও অনেক স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।