1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাতে ডাকাতি দিনে রাজনীতি এরকম-ই একজন মুখোশধারী লোক কবির হাওলাদার অবশেষে পুলিশের খাঁচায় কবিতা ছোট বোন হারিয়ে কাঁদছেন দৈনিক ক্রাইম তালাশের সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মাহমুদুল কবির নয়ন টঙ্গীবাড়ীতে সড়কে গর্ত, দু*র্ঘট*নার শঙ্কা প্রধান শিক্ষিকা কে অপসারণের দাবিতে, কর্মসূচিতে শিক্ষার্থীরা বিজয় নগরে মাদকদ্রব্য সহ একজন গ্রে*প্তার সৌদি আরব প্রবাসী শামসু উদ্দিন তুহিন নিজ অর্থায়নে লক্ষ্মীপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করার মানবিক উদ্যোগ ত্রিশালে তিন দিন ব্যাপী নজরুল জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়। কানাইঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ ইন করেছে বিএসএফ মুন্সীগঞ্জে দ্বীপ টিভির ৮ তম’ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সরিষাবাড়িতে চাল বিতরণে অর্থ আদায় ঘটনায় তদন্ত কমিটি গঠন , বহিষ্কার নেতা-৩

মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

সরিষাবাড়িতে চাল বিতরণে অর্থ আদায় ঘটনায় তদন্ত কমিটি গঠন , বহিষ্কার নেতা-৩

মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।


জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী এবং হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরিষাবাড়ি উপজেলা প্রশাসন। সরিষাবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহকে আহব্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল ও উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে শনিবার (২৪ মে) দুপুরে নিশ্চিত করেছেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীন। এদিকে শুক্রবার রাতে দলীয় আদর্শ শৃঙ্খলা বিরোধী সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক আক্তারুজ্জামান রিপনকে তার পদ ও সকল দলীয় পদ থেকে বহিষ্কার করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম। অন্যদিকে শুক্রবার রাতেই দলীয় আদর্শ শৃঙ্খলা বিরোধী সু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক (১) মো: সুজন শেখকে তার পদ ও দলীয় সকল প্রকার পদ থেকে বহিষ্কার করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোরসেদ আলম তালুকদার। এদিকে শনিবার (২৪ মে) সকালে সরিষাবাড়ি উপজেলা যুবদলের আহবায়ক একে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও সদস্য সচিব মো: রবিউল ইসলাম এর যৌথ স্বাক্ষরে দলীয় আদর্শ শৃঙ্খলা বিরোধী সু নির্দিষ্ট অভিযোগে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুকে তার পদ ও দলীয় সকল প্রকার পদ পদবী থেকে বহিষ্কার করা হয়।

তবে ইউপি সদস্য মোবারক হোসেনকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এনে তার ইউপি সদস্য’র পদ থেকে অব্যাহতির দাবী জানিয়ে স্থানীয় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
জানা যায়, গত বুধবার সকাল থেকেই ভিজিডি চাল উত্তোলনের জন্য পরিষদে যান ভুক্তভোগীরা। পরে ভুক্তভোগীদের থেকে ২০০/৩০০ টাকা আদায়ের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি নেতা আক্তারুজ্জামান রিপন ইউপি চেয়ারম্যানের কক্ষে বসে সাদা কাগজে সুবিধাভোগীদের নাম ও কার্ড নম্বর দেখে লিখছেন। তার পাশে বসা ইউপি সদস্য মোবারক হোসেন ও ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন সুবিধাবীদের কাছ থেকে ২০০ টাকাসহ কার্ড নিয়ে স্বাক্ষর করছেন।
তাদের এই অবৈধ কর্মকাণ্ডের সময় একজন সুবিধাভোগীকে বলতে শোনা যায় ‘আমি তোমাকে খিলেমু (খাওয়াবো)।’ উত্তরে একজন বলেন,‘একবারে ৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’

পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবু জানান, গত বুধবার পোগলদিঘা ইউনিয়ন পরিষদে ভিজিডির কার্ডের চাল বিতরণে অর্থ আদায় করা হচ্ছে সংবাদ পেয়ে পরিষদের সচিবকে জিজ্ঞেস করি। পরে ভিতরে গিয়ে দেখি টাকা আদায় করা হচ্ছে । ভিডিও ভাইরাল হওয়ায় আমি ভিডিও করেছি এই সন্দেহে আমাকে বহিষ্কার করা হয় । দলের ভাল চেয়ে প্রতিবাদ করায় উপহার হিসেবে বহিষ্কার হয়েছি।
এদিকে বাবুকে বহিষ্কার করায় উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম এর ছেলে মাহির শাহরিয়া ফেসবুকে পোস্ট দিয়ে লিখেন, যার সচেতন পদক্ষেপ এর কারণে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের অনৈতিক কার্যকলাপ প্রকাশ পেলো, তাকে কেন বহিষ্কার করা হলো?
মোস্তাফিজুর রহমান বাবুই শহীদ জিয়ার আদর্শের প্রকৃত বিএনপি কর্মী।


প্রকৃত কর্মীদের অবমূল্যায়নের কারণেই বিএনপি হয়তো ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে।
উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীন জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এটা শুনেছি। এখনো চিঠি হাতে আসেনি।
এদিকে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম প্রতিবেদককে জানান, ব্যক্তির দায় ভার কখনো দল নিবে না। তিন (০৩) জনকে বহিষ্কার করা হয়েছে। দুই (০২) জনকে ভিডিওতে দেখা গেলেও অই ভিডিওতে একজনকে ৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’ এ কথা বলতে শুনা গিয়েছে। যে কন্ঠটি পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুর। তাই তাকেও বহিষ্কার করেছে যুবদল।

সরিষাবাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে মুঠোফোনে জানান, আমাকে তদন্ত কমিটিতে সদস্য রাখা হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিসা রিসিল বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে আসলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব ।
জামালপুর স্থানীয় সরকারের উপ পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মৌসুমী খানম এ প্রতিবেদককে জানান, ভিডিও দেখেছি। ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তবে জেলায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তাই উপজেলা থেকে প্রতিবেদন আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে…

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট