মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
সোহরাব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৪টায় পুরান বাউশিয়া যুব সমাজের সার্বিক সহযোগিতায় বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক।খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আছলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন ভূঁইয়া, যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন পান্নু, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ উদ্দিন প্রধান প্রমুখ।ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বনাম পুরান বাউশিয়া একাদশ।
এসময় উপস্থিত অতিথিরা ফুটবল টুর্নামেন্ট খেলায় চ্যাম্পিয়ন দল হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খেলোয়ারদের মাঝে আকর্ষণীয় প্রাইজমানি উপহার দেন।