বলো যদি তুমি মহসিন আলম মুহিন
বলো যদি তুমি করবে পর-
হবো যে দেশান্তর,
বলো যদি তুমি আপন রবে-
বাঁধব সুখের ঘর।।
বলো যদি তুমি পাশে থাকবে-
আনবো সেঁচে মুক্তো,
বলো যদি তুমি সাহস দেবে-
নাগপাশও হবো মুক্ত।।
বলো যদি তুমি তরী হবে-
পাড়ি দিব মহাসাগর,
বলো যদি তুমি প্রেম দেবে-
জগতে হবো’ যে অমর।।
বলো যদি তুমি পরীক্ষা নেবে-
ঝাঁপ দিবো অনলে,
বলো যদি তুমি আমারই হবে-
মালা পড়াবো গলে।।
বলো যদি তুমি রং ধনু হতে-
সাত রঙ দেবো এনে,
বলো যদি তুমি ‘মজনুন হতে
তাও যে নেবো মেনে।।
বলো যদি তুমি পড়ন্ত বিকেলে-
হাতখানি রবে ধরে,
সয়ে যাবো ‘ভারী কষ্ট পেলে-
আছো তুমি মোর ঘরে।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী