সাকিবুল হাসান মিনহাজ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
গত ১৬ মে রোজ শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারদেরকে নিয়ে এক আলোচনা সভায় এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেন,”বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।”
হাসনাত আব্দুল্লাহর উক্ত বক্তব্যকে কেন্দ্র করে ১৯ মে এক সাংবাদিক সম্মেলনে কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,”হাসনাত আবদুল্লাহর বক্তব্য শিশু সূলভ তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন। তাকে ৭ দিনের সময় দিলাম ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় মিটিং-মিছিল করতে পারবে না”এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে ২০ মে মঙ্গলবার দুই গ্রুপই দেবিদ্বারের রাজপথে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
এনসিপি, সাধারণ ছাত্র-জনতাসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবার দেবিদ্বারের মেইন সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এনসিপির নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্র করে কোনো ধরণের অপশক্তি হাসনাত আবদুল্লাহকে দমাতে পারবে না। তারা আরও বলেন, কুমিল্লা কারো বাবার সম্পত্তি নয় যে, মিটিং-মিছিল করতে বিএনপির অনুমতি নেওয়া লাগবে।
অন্যদিকে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে তাদের তাদের নেতা-কর্মীরা যথা সময়ে বিক্ষোভ মিছিল শেষে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে অবস্থান নেয়।
সেখানে বিএনপি নেতা রিজবিউল আহসান মুন্সি বলেন,”সতেরো বছরের রক্ত, অশ্রু আর ত্যাগের ইতিহাস।”সেই ত্যাগের আন্দোলন করা দলটির নাম বিএনপি। “আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে” বলার অপবাদ মেনে নেওয়া যায় না। হাসনাত আবদুল্লাহর এই অপমানের দায় সে এড়ানো পারে না। তাজে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে,এটাই বাংলাদেশের জনগণের দাবি।
দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো সতর্ক সক্রিয় অবস্থানে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।