ওসমান গনি, দৈনিক প্রভাতী বাংলাদেশ
খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ঊফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসয়ানিক সার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার(২০মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে ২০২৪-২৫অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ঊফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসয়ানিক সার বিতরন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, দীঘিনালা প্রেসক্লাব এর সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো: সোহেল রানা।
আলোচনা সভাশেষে ২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ঊফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসয়ানিক সার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা।
এতে উপজেলার ৩ শত কৃষককে ৫ কেজি উচ্চফলণশীল উফশী জাতের ধানের বীজ ও ১০ কেজি ডিএফপি, ১০ কেজি এমওপি সার দেয়া।