হুমায়ুন কবির, দৈনিক প্রভাতী বাংলাদেশ
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে নান্দাইল থানার নিয়মিত মামলায় ৫ জন আসামী কে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২০ মে) নান্দাইল মডেল থানার পুলিশ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত মামলা নং ২৪(০৫)২৫ ধারা-৩৬(১) সারনির ১০(ক) উদ্ধার ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এর এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামি ১৷ আনোয়ার হোসেন খান বাবুল(৪২), মামলা নং ২(১)২৫ এর তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি ২৷ কামরুল হাসান উরফে জুয়েল(৪২) মামলা নং ০৩(১১)২৪ এর তদন্তে সন্দিগ্ধ গ্রেফতার কৃত আসামি ৩৷ রাজন মিয়া(১৯) ও অত থানার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি ৪৷ শাহাব উদ্দিন (৫২) ৫৷ আ: বারেক(৪২) সহ মোট ০৫ (পাচ) জন আসামিকে গ্রেফতার কে গ্রেফতার করা হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন গ্রেফতারকৃত আসামীদের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।