মিনারুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
গতকাল ১৯ মে রোজ সোমবার বিকেল ৪:৩০ ঘটিকার সময় আটঘরিয়া উপজেলাধীন একদন্ত-দেবোত্তর রোডে ত্রিমহন পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে রাতুল হোসেন (২১)পিতা-মৃত নান্নু মিয়া, সাং পৈলানপুর, থানা ও জেলা পাবনা মোটরসাইকেল ও ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষে রাতুল হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং তার সাথে থাকা ফেন্ড পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে মর্মে আটঘরিয়া অফিসার ইনচার্জ জনাব শফিকুজ্জামান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। রাতুল ও রাকিব দুই ভাই, বোন নাই, তার বাবা মারা যাওয়ার পরে মায়ের সাথে সংসারের হাল ধরে ছিলেন রাতুল। ছোট ভাই রাকিব মানুষিক সমস্যা। ছোট চাচা ফারুক হোসেন, এবিসি কম্পিউটার, পাবনায় ট্রেকনিশিয়ান পদে একটি কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটাও হারিয়ে আজ মা ও ছোট ভাই মানবেতর জীবনে পা রাখলেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে বুক ভাষিয়ে দেন মা।