আবু রায়হান, স্টাফ রিপোর্টারঃ
মণিরামপুরের ঢাকুরিয়া বাজারে ব্যবসায়ী মোঃ সাদেক হোসেনের মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
টিনের চালা কেটে ভিতরে ঢুকে মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে গেছে চোরেরা। ১৮মে(রবিবার) আনুমানিক মধ্যে রাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদারসহ চুরি হওয়া দোকান মালিকের। তবে চুরি হওয়া নগদ ৩০,০০০ টাকার পাশাপাশি দামি মসলা সহ, ঈদের জন্য কেনা সিগারেট যার দাম প্রায় ১২০,০০০ টাকা বলে জানান ব্যবসায়ী সাদেক হোসেন।
তিনি জানান, রোববার দোকানের বেচা-বিক্রি সেরে রাত দশটার দিকে বাসায় যান। পরদিন সোমবার সকালে দোকানের ভিতরে ডুকে কিছু মালসামাল এলোমেলো দেখে দোকানে চুরির বিষয় বুঝতে পারেন। তিনি (সাদেক হোসেন) আরো জানান, বিষয়টি বাজার কমিটিকে জানিয়েছি এবং থানায় অভিযোগ করব।