ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি মোঃআব্দুল ওয়াহাব:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ছদরুল আলম বাবু মাস্টার(৫৫) কে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে উপজেলা বাবুরহাট থেকে রবিবার (১৮ মে)সন্ধায় গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ছদরুল আলম বাবু মাষ্টার চরভূরুঙ্গামারী গ্রামের মৃত্যু আব্দুল কাদেরের পুত্র এবং চরভুরুঙ্গামারী হাই স্কুলের প্রধান শিক্ষক। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে নিয়োগ বাণিজ্য এবং বাবুরহাট ও নতুনহাট রাস্তার গাছ কর্তনসহ বহু অভিযোগ রয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি জানান সোমবার গ্রেফতারকৃত কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠাতে হবে।