শেখ কামরুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
নোয়াখালী জেলা সেনবাগ উপজেলা ৫নং অর্জুনতলা ইউনিয়নে সৈয়দ রুহুল আমিন একাডেমির উদ্যোগে আজ রবিবার সকাল ১০ টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। একাডেমির সি ও আবদুস ছওার বি এস সি র সভাপতিত্বে ও স্কুল শিক্ষক সৌরভের পরিচালনায় কুরআন তেলোওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ কচি কাঁচা ছাএ –ছাএীরা ফুল দিয়ে বরন করে নেন।
স্বাগত বক্তব্য রাখেন, কানকির হাট কলেজের প্রভাষক আঃ জব্বার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ রুহুল আমিন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা সাজেদা রশিদ শেলী, অভিভাবক সদস্য কুতুবউদ্দিন পাটোয়ারী, সিলোনিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মির্জা সোলায়মান,আবু ইউছুফ মজুমদার, সহ একাডেমির শিক্ষক কলা কৌশলীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি বক্তব্যে লায়ন সৈয়দ হারুন বলেন, আমি এই একাডেমির রজতজয়ন্তী পালন করবো এবং জাক জমক অনুষ্ঠান করবো। একাডেমির পড়া লেখার মান বাড়াতে শিক্ষক দের প্রতি জোর দাবী করেন তিনি বলেন অভিভাবকদের আরো সচেতন হতে হবে, পরে নিজ অর্থায়নে একাডেমির ছাএ/ছাএীদের মধ্যে ড্রেস বিতরণ করেন,এবং কম্পিউটার ল্যাব রুম, শিশুদের জন্য খেলার রুম, অভিভাবকদের ওয়েটিং রুম, পরিদর্শন করেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ।