হুমায়ুন কবির, দৈনিক প্রভাতী বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গণসংযোগের তৃতীয় দিনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত প্রার্থী এডভোকেট একে এম আনোয়ারুল ইসলাম চান।
(১৫ মে) রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় চন্ডীপাশার খমারগাঁও থেকে শুরু করে বাশহাটি বাজার, বাশহাটি গার্মেন্টস, শান্তি নগর, শিয়াল ধরা বাজার গনসংযোগ এর মাধ্যমে পরিদর্শনের কাজ শেষ করেন।
এরপর তিনি এই গনসংযোগের মধ্যে দিয়ে নিভিয়া ঘাটা দাখিল মাদ্রাসায় মৃত নুরিসলাম এর জানাযায় অংশ গ্রহণ করেন। সেখানে তিনি মূল্যবান বক্তব্যর মধ্য দিয়ে মৃত নুরিসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন। মৃত নুরিসলামের জানাযার নামাজ শুরু হয় বিকাল সাড়ে ৫ টার দিকে।
নান্দাইল উপজেলার খামারগাও, বাশহাটি বাজার, বাশহাটি গার্মেন্টস, শান্তি নগর বাজার, শিয়াল ধরা বাজার এর বিভিন্ন সাধারণ জনগণ, প্রতিটি দোকানদার ব্যবসায়ী, বিভিন্ন ড্রাইভার সহ প্রমুখ মানুষের সাথে নির্বাচনী প্রচারণা সৃষ্টি করেন। উক্ত গনসংযোগে জামায়াতে ইসলামী বিভিন্ন নেতৃবৃন্দসহ এই প্রচারণা করেন।
সাধারণ জনতা বলেন এইবার নাকি তারা তাদের মনমত নেতা পেয়েছেন এবং জামায়াতে ইসলামী নেতা চান এর মাধ্যমে উপজেলার সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চিন্তাইকারী, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ধুর করা সম্ভব হবে। সেই সাথে শিক্ষার মান উন্নয়ন হবে।
এ জনসংযোগে উপস্থিতি ছিলেন উপজেলা আমির কাজী শামছুদ্দিন, সেক্রেটারি মাও নুরুল আমিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও আব্দুস সালাম, উপজেলা জামাতের অর্থ সম্পাদক মাও খাইরুল রহমান, পৌর আমির মাও আব্দুল বাতেন ফকির, খামারগাও, বাশহাটি বাজার, শান্তি নগর বাজার ও শিয়াল ধরা বাজার এর বিভিন্ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।