মো:অলিউর রহমান (তানভীর),শ্রীমঙ্গল প্রতিনিধি:
১৪-০৫-২৫ ইং শ্রীমঙ্গলে এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসীদের নিযে হাজী মুজিবের কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে লন্ডনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য।
বক্তব্যে প্রবাসীদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, হাজী মুজিবের বক্তব্য শুধু প্রবাসীদের নয়, গোটা জাতির জন্যই অপমানজনক। তাঁরা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ সাইফুল আকতার লিখন , এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল খান ও আজিম উদ্দিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সভাপতি, যুক্তরাজ্য বিএনপি
• ওহিদ আহমেদ, সাবেক ডেপুটি মেয়র ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য
• হুমায়ুন কবির, প্রতিষ্ঠাতা সভাপতি, মৌলভীবাজার জেলা ছাত্রদল
• শহিদুল ইসলাম মামুন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি
• নাসির আহমেদ শাহীন, সভাপতি, সেচ্ছাসেবক দল ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
• নুর বক্স, যুগ্ম আহ্বায়ক, কৃষক দল
• ইকবাল হোসেন, কোঅর্ডিনেটর, জাসাস ইউরোপিয়ান ইউনিয়ন
• তরিকুর রশীদ চৌধুরী শওকত, সদস্য, যুক্তরাজ্য বিএনপি
• সুইট আহমেদ, সহসভাপতি, দক্ষিণ লন্ডন বিএনপি
* সরফরাজ আহমেদ সরফু – কোঅরডিনেটর আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ।
* আজহার আহমেদ ওয়াসীম – সহ সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা যুবদল
* মহসিন আহমেদ – সাবেক সভাপতি শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল ।
• গোলাম রব্বানী তৈমূর, সহ-সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা যুবদল
• ইমদাদুর রহমান রাহাত, সাবেক ছাত্রনেতা
• আবদুস সামাদ, সাবেক ছাএনেতা।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অসত্য বক্তব্য প্রদান অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।