এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি :
হাসপাতালের অনিয়ম, দূর্ণীতি ও অব্যবস্থাপনা বন্ধে তত্বাবধায়ক অপসারণ ২৫০ শয্যা চালু ও বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, দালাল নিধনসহ হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের সর্বস্তরের জনতার ব্যানারে আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টার সময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক ইমতিয়াজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সাহেব মাহমুদ, খন্দকার মুইজ, লিটন হোসেন প্রমথ।
মানববন্ধনে ভর্তিরত রোগীদের স্বজনরা ও অত্র এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবং রোগীদের স্বজনরা চিকিৎসার জন্য আন্দোলনকারীদের সাথে ঐকমত প্রকাশ করেন
বক্তারা হাসপাতালের ডাক্তার, নার্সসহ অন্যান্যদের অনিয়ম দূর্ণীতির সকল তথ্য তুলে ধরেন।
এক মাসের মধ্যে সকল সমস্যার সমাধান না হলে আবারও জুলাই আগষ্টের মত আন্দোলন করা হবে বলেও হুশিয়ারি দেন তারা।