মুজিবনগর প্রতিনিধি:
বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি)’র সযোগিতায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর-এর আয়োজনে বুধবার সকাল ১১টায় মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদক কি, মাদকের কুফল, মাদকাসক্তের কারণ, মাদক নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ, মাদক নিয়ন্ত্রণে সরকারের আইন ও মাদকের ক্ষতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এম নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যুৎ বিহারী নাথ, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর , মোহাম্মদ রফিকুজ্জামান, সহকারী উপ- পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,মেহেরপুর , জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বি ওয়াই এফসি, মুজিবনগর। এছাড়াও উপস্থিত ছিলেন মিল্টন সরকার, প্রেগ্রাম অর্গানাইজার , বি ওয়াই এফসি, মুজিবনগর, ছাদেক আলী, সহকারী প্রধান শিক্ষক, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়,আলোচনার শেষে উপস্থিত শিক্ষথীদের একটি করে কলম উপহার দেওয়া হয় ও শপথ করার মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শেষ করা হয়।