মোঃ নাজিম মিয়া,স্টাফ রিপোর্টার:
কমলগঞ্জ (মৌলভীবাজার):পূর্ব বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে একটি পরিবার গত এক সপ্তাহ ধরে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। আবুল কাশেম দুরুদের পরিবার অভিযোগ করছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বাছিদ মিয়া ও তার অনুসারীদের হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে বাছিদ মিয়া তাদের নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে। সম্প্রতি পরিস্থিতি চরমে পৌঁছালে তারা কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগ দাখিলের পরও তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন তারা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরিবারের শিশু ও নারীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। শিশুরা স্কুলে যেতে পারছে না, পুরুষ সদস্যরাও কাজের জন্য বাড়ি ছাড়তে পারছেন না। পুরো পরিবারই ভয়ে গৃহবন্দী অবস্থায় আছে।
আবুল কাশেম দুরুদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “আমরা শান্তিতে বসবাস করতে চাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।