বিশেষ প্রতিবেদন
পাক্ষিক খবরিকার পক্ষ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সু-সংগঠন হিসেবে ‘মিরসরাই প্রেস ক্লাব’ কে রজত জয়ন্তী সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোমবার ( ১২ মে) সকালে মিরসরাই প্রেস ক্লাব কার্যালয়ে খবরিকা সম্পাদক মাহবুব রহমান পলাশ স্বহস্তে উক্ত স্মারক প্রদান করেন। উক্ত স্মারক গ্রহন করেন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম ও সাধারন সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিন । এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক প্রবীণ সদস্য প্রশিকার সহকারী পরিচালক শাহাদাত হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঞা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ । খবরিকা সম্পাদকের সাথে আরো উপস্থিত ছিলেন খবরিকার সহ সম্পাদক নাছির উদ্দিন ভূঞা ও নিজস্ব প্রতিবেদক মীর হোসেন।
উল্লেখ্য যে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠা লাভ করা মিরসরাই প্রেস ক্লাব এ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রয়াত সাংবাদিক মাসিক মীরসরাই এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব নিজাম উদ্দিন । উক্ত সংগঠন দীর্ঘ ৩২ বছর ধরে উপজেলার গনমাধ্যম কর্মীদের প্রধানতম সুসংগঠন হিসেবে সুপরিচিত। তারই স্বীকৃতি স্বরুপ এই অঞ্চলের বহুল প্রচারিত পাক্ষিক খবরিকা প্রকাশনার রজত জয়ন্তী উপলক্ষে গনমাধ্যমকর্মীদের সুসংগঠন হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন।