মালিকুজ্জামান কাকা
গরমে নাগরিক নন্দিত পানি সেবা পথচারী, নয় ঠিকানা পরিচয় কিবা বৈশাখের খরতপ্ত রোদে দিশেহারা বিক্ষতে এই মানবিক উদ্যোগে যুবা।
সাতক্ষীরা বাগাচড়া বেনাপোল ঝিকরগাছার বা পল্লীর মানুষের যশোর শহরের সমন্বয় স্থলে কয় যুবক পানি সেবা দিচ্ছে। ছোট্ট একটি ক্যাম্প যা তাঁবুর আদলে গড়ে এর ভিতরে বসে গরমে ক্ষত বিক্ষত ক্লান্ত পথচারী আস্বস্থ হচ্ছেন। নামে ঠিকানা চাঁচড়া চেকপোস্ট। বাস স্টপেজের গায়ে পানি সেবা কাম্পেইন করছেন দুই তরুণ মুজাদ্দিদ হোসেন সিফাত ও মনিরুল ইসলাম তুফান।
নন্দিত নাগরিক সেবা কোন সন্দেহ নেই। মানুষ ক্ষনেক বসে স্যালাইন ওগ্লুকজ ও পানির বোতল দিচ্ছেন। বসে খাওয়ার ব্যাবস্থা আছে।
মুজাদ্দিদ হোসেন সিফাত জানালেন, যশোর শহরে এমন ১২টি পানি কাম্প রয়েছে। প্রতিটিতে হাজার হাজার পথচারী পানি সেবা নিচ্ছেন।
নেদারল্যান্ড দুতাবাস, প্রতিষ্ঠান সিএনআরএস সাথে রয়েছে সিডা, জোয়া, স্টার্ট ফান্ড বাংলাদেশ। বাংলাদেশে তাপ প্রবাহ শুরু হয়েছে। তা থেকে নাগরিক মুক্তি দিতে এবং জন সচেতনতা তৈরিকরতেই এই উদ্যোগ।
পথচারী ইসলাম বলেন, গরম প্রতিকারে দারুণ উদ্যোগ। রিক্সা ইজিবাইক, ভ্যান চালক সহ সকল পথচারী এটাকে সুন্দর উদ্যোগ যেমন বলছেন, তেমনি পানি সেবা নিয়ে খুশি হচ্ছেন।