আবদাল মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাগলে ধানের চারা (স্থানীয় ভাষায় আলি) খাওয়াকে কেন্দ্র করে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউপির অন্তর্গত ইসলামপাড়ার ভিকটিম মাসুক মিয়ার বসত বাড়ীর উত্তর পাশে ক্ষেতের জমিতে বিবাদী সোহেল মিয়া গং ভিকটিম মাসুক মিয়াকে মারপিট করে মাথায় গুরুতর করেন। পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়া গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭/০৫/২০২৫ খ্রিঃ তারিখ দিবাগত রাত প্রায় সাড়ে এগারোটায় ভিকটিম মাসুক মিয়ার মৃত্যু হয়।
উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী থানায় মামলা দায়েরের পর অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় ও নেতৃত্বে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করিয়া এজাহারনামীয় আসামী মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) ও রুবেল মিয়া (২০)‘দের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে ৮ মে সন্ধ্যা সাতটায় শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডস্থ সুরমাভ্যালি এলাকা হইতে মামলার প্রধান আসামী সোহেল মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল রউফ, সাং-ভূনবীর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামী সোহেল মিয়ার স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার আইও অলক বিহারী গুণ।
মামলার ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।