1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাবনার পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, সুজানগরে এক মঞ্চে সমাবেশ  চকরিয়া আমজাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মহা ষড়যন্ত্র ও জমি দখলদারের কবলে দেশব্যাপী ২০’ই মে সাংবাদিকদের কলম বিরতি পালনের আহবান বিএসকেপি’র  রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে বাঞ্ছারামপুরে জুনায়েদ সাকি 

রিপন সরকার, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

রিপন সরকার, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপেুর উপজেলায় গণসংহতি আন্দোলনের শনিবার (১০ মে) বিকেল ১২ টায় উপজেলার নিজস্ব কার্যালয়ে এক কর্মী সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জহিরুল ইসলাম রেনু মেম্বার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

এছাড়া উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার সমন্বয়ক শামীম শিবলী,আন্দোলনের মহিলা নেত্রী আকলিম আক্তার আখি, আব্দুল ওদুদ,সাইন আহমেদ বাবু,মোহাম্মদ শাহনে ওয়াজ মোহাম্মদ শাহনে ওয়াজ প্রমূখ। উপজেলা প্রধান কার্যালয় বক্তব্য শেষে বিকেল ৪টায় ছলিমাবাদ ইউনিয়নের ভুড়ভুড়িয়া স্থানীয় কার্যালয় উদ্ধোধন করতে যেয়ে এক কর্মীসভা করেন গণসংহতি আন্দোলনের এই নেতা।

সংবিধান সংস্কার নিয়ে জুনায়েদ সাকি বলেন, সংস্কারের প্রশ্নটা এবার আমাদের সামনে এসেছে। রাষ্ট্রব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে জবাবদিহি পূর্ণ করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে ।

তিনি আরও বলেন, সংস্কারের প্রস্তাব ইতিমধ্যে চলে এসেছে, ঐকমত্য কমিশন সমস্ত পক্ষগুলোর মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করতে চাচ্ছে। এছাড়াও ঐক্যগুলো জাতীয় সনদ আকারে সামনে আসবে, যেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, তা বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই । সংবিধানসহ মৌলিক কাঠামোগত কিছু বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটি আসলে কার্যকর করা সম্ভব না ।

সাকি বলেন,” আগামী সংসদ নির্বাচনটা যাতে মৌলিক সংস্কারের ম্যান্ডেট নিয়ে হয়। সেজন্য সংসদ নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে করা দরকার এবং ছ ’মাসের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংবিধান সংস্কার সম্পন্ন করতে হবে”। তিনি বলেন, আইন অনুযায়ী কাঠামোগতভাবে দেশকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে পারি এবং সেক্ষেত্রে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে হবে এবং জনগণের অধিকারের সুরক্ষা দিতে হবে। এই কাজটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট