আবু রায়হান, দৈনিক প্রভাতী বাংলাদেশ
যশোরের মণিরামপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর দুর্গন্ধযুক্ত পঁচা মৃতদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ । মৃত নারীর নাম অনিমা বিশ্বাস (৫০)। গত ৮ মে ভোরে তিনি তাঁর শশুর বাড়ি থেকে নিখোঁজ হন। অনিমা বিশ্বাসের শশুর বাড়ি মণিরামপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভগবান পাড়ায় অবস্থিত।
অনিমা বিশ্বাসের পুত্র বকুল বিশ্বাস জানান, গত ৮ ই মে ভোর ৪টার দিকে তার পিতা জয়দেব বিশ্বাস ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে পরিবারের সবাইকে জানান। এরপর পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। আত্মীয়স্বজনদের সঙ্গেও যোগাযোগ করে কোনও তথ্য না পায়ে মাইকিং ও সোসাল মিডিয়ায় হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ।
১০ মে সকালে স্থানীয় বাসিন্দারা আনন্দ মোহন কর্মকারের পরিত্যক্ত বাড়ির কাছ থেকে একটি পচা গন্ধ পান । স্থানীয় বাসিন্দা সমাপদ মিত্রের ছেলে অসিত মিত্র প্রথমে লাশটি দেখে তা অনিমা বিশ্বাসের বলে শনাক্ত করেন। এরপর তিনি অনিমা বিশ্বাসের ছেলে বকুল বিশ্বাস ও স্থানীয় লোকজনকে ডাক দেন।
স্থানীয়দের মতে, অনিমা বিশ্বাস মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তারা ধারণা করেন যে তিনি মানসিক ভারসাম্যহীনতার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
অনিমা বিশ্বাসের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।খবর পাওয়া মাত্র মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।