1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

যশোর সাড়াপোল রূপদিয়ায় যাতায়াতের রাস্তা জবর দখলে অবরুদ্ধ একটি পরিবার

মালিকুজ্জামান কাকা, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মালিকুজ্জামান কাকা, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

এওয়াজ বদল করে বেমালুম তা ভুলে ছেলে আর পিতা মিলে যাতায়াত রাস্তা দখল করে অবরুদ্ধ করেছে একটি পরিবার ও তার সদস্য দের।

আওয়াজ বদল ছিল দুই শতক দিয়ে ১ শতক জমির। ১৯৯৫ সালে। ঘর করে এতদিন বসবাসের পর এখন জমি ঘিরে জবর দখল করেছেনদাউদ ও তার ছেলে।

মৃত আবুল বাসারের স্ত্রী বৃদ্ধা জবেদা বেগমকেঁদে বলেন এটা কি কোন মানুষের কাজ!

সাড়াপোল রূপদিয়া তোবিলদার বা দক্ষিণ পাড়ায় অবরুদ্ধ একটি পরিবার। রেজিস্ট্রি করা হয়নি। দুই শতক জমি দিয়ে এক শতক এওয়াজ বদল করে নেওয়া।সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা শালিস করেন।

গর্ত ছিল। ভরাট করে বাবু ও তার পিতা। যশোর সদর উপজেলার ১০ নং চাঁচড়া ইউনিয়নের ঐ ঘটনায় বিস্মিত এলাকাবাসী।

বাবুর দাবি অন্তত এক শতক জমি দিলে সমস্যার সমাধান সম্ভব। ঐ জমিতে রাস্তা দিলে যাতায়াত করা যায়। নইলে চলা চলে তীব্র সমস্যা হচ্ছে। রাস্তার অভাবে মাছের খাদ্য মাথায় করে আনতে হয়। দুটি পুকুর, বাড়ি পরিবারের সদস্য নিয়ে চরম বিপদে পতিত এই পরিবারটি। ৯৯ শতক জমির উপর পাকা দালান বাড়িটি এখন অবরুদ্ধ।

জমির ওয়াজবদলে ছিলেন রূপদিয়ার সমাজসেবী সৈয়দ আলী। তিনি মাস চার আগে মারা গেছেন। আর এই জমি এওয়াজ বদল সম্পর্কে জানেন মেম্বার মনিরুল ইসলাম গ্রামের সকলে।

মসজিদে বসে আইয়ারের ছেলে দাউদ সৈয়দ আলীর ছেলে আসাদুলের সাথে বলেন, অন্তত ছয় ফুট রাস্তা দেবো।তিনি সে সময় কোরআন পড়ছিলেন।

অভিযুক্ত জমিতে ১৪৪ ধারা মামলাও করেছেন মৃত আবুল বাসারের ছেলে মোস্তফা জামান বাবু। চার মাস আগে মামলা হয়। কিন্ত কিছুতেই কিছু হচ্ছে না। কোন শালিস বিচার মানছেন না দাউদ, দাউদের ছেলে মহরম।

ভুক্তভুগি পরিবারের সদস্যরা যশোর সদর ইউ এন ও’র হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট