বিশেষ প্রতিবেদক কক্সবাজার:
জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ও কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোডস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, “সোহেল আহমেদ বাহাদুর গণঅভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে ছিলেন। আজ তার অবস্থানের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারের পর বাহাদুরকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি ইলিয়াস।
উল্লেখ্য, জুলাইয়ের আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত বেশিরভাগ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে ছিলেন। কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বেন্টু দাশকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টায় শহরের বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
ওসি বলেন, “জুলাই আন্দোলনের সময় হামলার ঘটনায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।”
বেন্টু দাশ কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
এছাড়াও পুজা উদযাপন পরিষদের নেতা ছিলেন, সর্বশেষ সাধারণ সম্পাদক থাকা অবস্থায় রাজনৈতিক পট পরিবর্তন হলে তিনি আত্মগোপনে যান। এরপর বেন্টুকে অব্যাহতি দেয়া হয় পরিষদ থেকে।