স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
১০/০৫/১৫ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিয়ে করা ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ (চার)সদস্যকে গ্রেফতার করেছে সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে মেজর পরিচয় দেওয়া ১। মোঃ মাহিন হোসেন (৩১), পিতা- তাফাজ্জল হোসেন, সাং- মরকাটা বাজার, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-৬২৮ থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকান-৬২৮ আদর্শর্ নগর, বাড্ডা, থানা-ভাটারা, ডিএমপি ঢাকা, তাকে সহযোগীতা করা অন্যান্য আসামীরা হচ্ছে ২। মোঃ ইউসুফ হোসেন (৩৫), পিতা-আবুল কাশেম,সাং-সোনাকাটিয়া, থানা-চৌদ্দগ্রাম, ৩। মোঃ মোর্শেদ (৩৫), পিতা-মৃত আঃ খালেক, সাং-ডুমুরিয়া, থানা-হোমনা, উভয় জেলা-কুমিল্লা ৪। মোঃ মনির হোসেন (৩২), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-আরধিপাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ।
ঘটনার পর্যালোচনায় দেখা যায় যে, মোঃ মাহিন হোসেন প্রতারক প্রকৃতির লোক। বাদী আলাল উদ্দিন(ছদ্মনাম) এর মেয়ের সাথে ধৃত আসামী সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তুলে। এবং পরবর্তীতে ফুসলিয়ে গোপনে বিবাহ রেজিষ্ট্রি করে। বিয়ের বিষয় জানাজানি হলে বাদী তার মেয়েকে তার জামাইসহ বাসায় আসতে বলে। আসামী মোঃ মাহিন হোসেন বাসায় আসলে তার কাছে মেজর আইডি এবং কর্মস্থল জানতে চাইলে সে অস্ংগতি মূলক কথাবার্তা বলতে থাকে। এবং সে জানায় যে সে র্যাব-১৪,ময়মনসিংহ এর সিও এর দায়িত্ব পেয়েছে। বিষয়টি বাদীর সন্দেহজনক মনে হলে তা যাচাই বাচাই করার জন্য ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করলে তার মেজর আইডিটি সঠিক পাওয়া যায়নি।
এ সংক্রান্তে র্যাব-১৪, ময়মনসিংহ অধিনায়ক বরাবর অভিযোগ করলে অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে, র্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল ০৫ মে ২০২৫খ্রি. রাত অনুমান ০৩:২০ ঘটিকায় বাদীর বাড়িতে যায় এবং মেজর পরিচয় দেওয়া মোঃ মাহিন সহ অন্যান্য আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে ।পরবর্তীতে র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে আসামীদের গ্রেফতার করা হয়। এবং আসামীদের সাথে থাকা আলামত (ক) তিনটি এ্যানড্রোয়েড মোবাইল ফোন (খ) নগদ ৩৯০০/-(তিন হাজার নয়শত) টাকা, (গ) একটি টয়েটা কার সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।