1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
গফরগাঁওয়ে ২২ ঘন্টা পর, ২ শিশু সিফাত মৃ*ত দেহ পুকুর থেকে উ*দ্ধার। আইমান সাদাব নি**খোঁজ। বিনা বেতনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন প্রতিবন্ধি সুরুজ্জামান। রাজধানীতে ব্যবসায়িকে হত্যা ঘটনার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করবো : আইন উপদেষ্টা দিগপাইত মানব সেবা রক্তদান ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। বগুড়ায় জেলা বিএনপি অফিস ভাঙ*চুরের গুজব: দলীয় নেতাকর্মীদের অবস্থান গজারিয়ায় জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাপাহারে এসএসসি’র ফলাফলে শীর্ষে পাইলট উচ্চ বিদ্যালয় নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সাধারন সম্পাদক পদপ্রার্থী বায়েজীদ রায়হান শাহীন । রাজধানীতে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাতে চট্টগ্রামে বিক্ষোভ এনসিপির মানুষের মাঝে আজোও বেঁচে আছে , গীতিকার আব্দুল গফুর হালী, তার লিখা গানের সংখ্যা হাজার ছাড়িয়েছে 

দিনাজপুরের বিরামপুরে যেখানে সেখানে হচ্ছে পশু জবাই,কতৃপক্ষ নিরব

মো:মাকিদ হায়দার
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বিরামপুর,দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বিরামপুরে প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই অবাধে গবাদিপশু যত্রতত্র জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বিরামপুর পৌরশহরে নির্দিষ্ট জবাই খানা থাকার পরেও যমুনা ছোট নদীর পাড়সহ বসত বাড়ি সংলগ্ন এলাকায় এসব পশু জবাই করছেন মাংস বিক্রেতারা।

জবাই করা পশুর শরীরে কোনো রোগ-বালাই রয়েছে কি না, এমন কোনো ধারণাও রাখেন না ক্রেতা-বিক্রেতারা। পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্যানেটারি ইন্সপেক্টরের উপস্থিতি ও আইনপ্রয়োগের দায়িত্ব প্রাণিসম্পদ ও প্রশাসনের হলেও তাদের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া প্রশাসনের মনিটরিং না থাকায় মূল্য নির্ধারণ করেন মাংস বিক্রেতারাই। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, পৌরশহরে প্রতি শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে। প্রতি হাটে অন্তত ৮টি গরু, ১৫টি ছাগল ও ভেড়া জবাই করা হয়। প্রতিটি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে একজন চিকিৎসক ও স্যানেটারি ইন্সপেক্টর থাকার কথা থাকলেও এই নিয়ম মানা হচ্ছে না। এছাড়াও পশু হাটে নির্দিষ্ট জবাই খানা থাকলেও এক থেকে দুই জন ছাড়া কেউই সেখানে পশু জবাই করে না। হাটের দিন বাদে অন্যান্য দিন ৪-৫টি গরু জবাই করা হয় ব্যাবসায়ীদের মনমতো জায়গায়।

কোন কোন ব্যাবসায়ী তাঁর নিজ বাড়িতে জবাই করে, কেউ আবার নদীর পাড়ে, জঙ্গলের মাঝে এভাবেই পশু জবেহ আইন অমান্য করে দিনের পর দিন পশু জবাই করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু মাংস বিক্রেতা।

পৌরশহরের বাসিন্দারা বলেন, বর্তমানে কোন পশু ল্যাম্পি স্কিন ডিজিজ (LSD) ও র‍্যাবিসে আক্রান্ত কিনা এছাড়াও অসুস্থ নাকি সুস্থ ছিল, তাও জানেন না তাঁরা। নিয়ম অনুযায়ী পশু জবাই করার আগে চিকিৎসক দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র এবং পশুর শরীরে সিল দেবে এটাই স্বাভাবিক। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের তদারকি না থাকায় লোকজন মারা যাওয়া পশুর মাংস, নাকি রোগাক্রান্ত গরু-মহিষ, ছাগল-ভেড়ার মাংস খাচ্ছে, তা বোঝার কোনো উপায় নেই। অথচ প্রশাসনের নাকের ডগায় হচ্ছে এসব বেচা-কেনা।

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ বলা হয়েছে জবাই খানার বাহিরে পশু জবাই নিষিদ্ধ। এ আইনের ধারা ৩ এ বলা হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা জবাইখানার বাহিরে কোন পশু জবাই করিতে পারিবে না।

গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার কোনো ছাড়পত্র আছে কী নেই, এমন প্রশ্নের জবাবে বেশীরভাগ মাংস ব্যবসায়ী বলেন, বেশির ভাগ গরু ভালো থাকায় ছাড়পত্র নেওয়া হয় না। আর মাংসের দাম স্যারেরা না আসার কারণে আমরা নিজেরাই নির্ধারণ করে থাকি। এছাড়াও তাঁরা জানান, পৌরসভা থেকে রশীদ ছাড়াই প্রতি গরু জবাইয়ের জন্য ১০০ টাকা ও ছাগলের জন্য ৫০-২০ টাকা দিতে হয়।

এ বিষয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভা:প্রা:) কামাল হোসেন বলেন, আপাতত রশীদ ছাড়াই খাঁস কালেকশন করা হচ্ছে। পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে এটি নেওয়া হবে।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও স্যানেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, ব্যাবসায়ীরা কথা শোনে না, যে যার মতো যেখানে সেখানে পশু জবাই করে। একাধিকবার মাংস বিক্রেতাদের নিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করণের লক্ষ্যে আলোচনা করলেও তাঁরা কথা শোনেন না। এ বিষয়ে তাঁদের আইনের আওতায় আনতে মামলা দিলে আমাদের প্রাণনাশের ভয় লাগে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী বলেন, প্রতিদিন যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা হয় তাহলে সঠিক নিয়মে পরীক্ষা করা সম্ভব হবে, অথবা মাংস বিক্রেতাগণ প্রাণিসম্পদ অফিসে এসেও পশুর স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র নিয়ে যেতে পারবেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নুজহাত তাসনীম আওন বলেন, পৌরশহরে যত্রতত্র পশু জবেহ করার ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট