জেলা প্রতিনিধি মেহেরপুর :
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সুরে তাল মিলিয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জাতীয় পতাকা উত্তোলন শেষে। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একয় যায়গায় শেষ করা হয়।শ্বরণে যুদ্ধে কাতর দুস্থদের সেবার উদ্দেশ্য সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুলান্ট ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের জেনেভায় রেডক্রস বা রেড ক্রিসেন্টেজ যাত্রা শুরু করেন। ১৮২৮ সালের জন্মগ্রহণ করে ১৯১০ সালে মৃত্যুর বরণ করেন।
৮ই মে ১৮২৮ তারিখে হেনরি ডুলান্ড জন্মগ্ৰহন করায় সেই মহামানবের স্বরণে আজকের দিনটা ‘বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট’ দিবস হিসেবে পালন করা শুরু হয়। রেডক্রস ও রেড ক্রিসেন্টের কিছু মূলনীতি রয়েছে।
জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান,জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. তরিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা সামিউল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার সাব্বির হোসেন, যুব প্রধান শান্ত,এছাড়াও এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের আর সি ওয়াই আব্দুল্লাহ আল মামুন, সদস্য মোঃ ফয়সাল হোসেন, মোঃ নাসির হাসান, ওবায়দুল্লাহ, ফারহান ইসরাকসহ স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।