মোজাম্মেল হোসেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ
আজ ৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় “মানবতার পাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়।
প্রথমে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী হতে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
সভায় বক্তারা রেড ক্রিসেন্ট সোসাইটির সকল স্তরের প্রতিনিধিবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন এবং মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সমাজে স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।