1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

লালমোহনে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরকারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ-স্মারকলিপি প্রদান

আরিফ হোসেন রাজু, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

আরিফ হোসেন রাজু, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের মাঝের সড়ক স্থানাস্তর করে বিকল্প সড়ক ব্যবহার ও একক ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। সকাল ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের সামনে বিভিন্ন গাছের গুড়ি ফেলে শিক্ষার্থীরা অবস্থান করছে। মুখে তাদের শ্লোগান ছিল- আমাদের দাবি আমাদের দাবি- মানতে হবে মানতে হবে। দাবি মোদের একটাই- কলেজের একক ক্যাম্পাস চাই।

প্রায় ঘন্টা ব্যাপী শিক্ষার্থীরা সড়কে অবস্থান করলে স্থানীয় জনগন ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা শিক্ষার্থীদের নানা ধরনের হুমকি ধমকী দিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য বলেন। তবে বিকল্প সড়ক থাকায় যান বাহন চলাচলের কোনো সমস্যা হয়নি।

অবরোধের মধ্যে স্থানীয় কয়েকজন যার মধ্যে নুরুল আমিন, নাফিজ ও আক্তার হোসেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন হুমকিসহ দুর্ব্যবহার করে এবং উপর মহলের মাধ্যমে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন। হুমকির পরও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যায়। পরবর্তীতে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তিনি শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন। কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সড়ক স্থানান্তর ও একক ক্যম্পাস করার কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, আমার অজান্তেই শিক্ষার্থীরা সড়ক অবেরোধ করেছে। শিক্ষার্থীদের সড়ক থেকে কলেজে ফিরিয়ে আনতে গিয়ে আমি স্থানীয়দের রোষাণলে পরছি যা অত্যন্ত দু:খজনক। শিক্ষার্থীদের স্মারকলিপি ও আবেদনের প্রেক্ষিতে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা প্রত্যাশা করছি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. আজিজ বলেন, স্মারকলিপি পেয়েছি। আমরা এ বিষয়টি ক্ষতিয়ে দেখছি। আপতত ওই সড়কে যাতে কোন ভারি যানবাহন চলাচল না করে সেটা সীমিত করার চেষ্টা করছি। এছাড়া ওই রাস্তার সাথে আরো কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীরা বিকল্প রাস্তার কথা বলছে, বিষয়টি সরেজমিনে দেখতে হবে এবং এলাকার জনগণসহ সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে। উল্লেখ্য, কলেজের প্রধান ফটক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হওয়ার পর গত ২১ এপ্রিল কলেজের শিক্ষার্থীরা ওই সড়কটি বন্ধ করে বিকল্প সড়ক নির্মাণসহ নিরপাদ ক্যাম্পাসের দাবীতে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেন। সড়ক ব্যবহার ও একক ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। সকাল ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের সামনে বিভিন্ন গাছের গুড়ি ফেলে শিক্ষার্থীরা অবস্থান করছে। মুখে তাদের শ্লোগান ছিল- আমাদের দাবি আমাদের দাবি- মানতে হবে মানতে হবে। দাবি মোদের একটাই- কলেজের একক ক্যাম্পাস চাই।

প্রায় ঘন্টা ব্যাপী শিক্ষার্থীরা সড়কে অবস্থান করলে স্থানীয় জনগন ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা শিক্ষার্থীদের নানা ধরনের হুমকি ধমকী দিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য বলেন। তবে বিকল্প সড়ক থাকায় যান বাহন চলাচলের কোনো সমস্যা হয়নি।

অবরোধের মধ্যে স্থানীয় কয়েকজন যার মধ্যে নুরুল আমিন, নাফিজ ও আক্তার হোসেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন হুমকিসহ দুর্ব্যবহার করে এবং উপর মহলের মাধ্যমে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন। হুমকির পরও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যায়। পরবর্তীতে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনি শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন। কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সড়ক স্থানান্তর ও একক ক্যম্পাস করার কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, আমার অজান্তেই শিক্ষার্থীরা সড়ক অবেরোধ করেছে। শিক্ষার্থীদের সড়ক থেকে কলেজে ফিরিয়ে আনতে গিয়ে আমি স্থানীয়দের রোষাণলে পরছি যা অত্যন্ত দু:খজনক। শিক্ষার্থীদের স্মারকলিপি ও আবেদনের প্রেক্ষিতে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা প্রত্যাশা করছি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. আজিজ বলেন, স্মারকলিপি পেয়েছি। আমরা এ বিষয়টি ক্ষতিয়ে দেখছি। আপতত ওই সড়কে যাতে কোন ভারি যানবাহন চলাচল না করে সেটা সীমিত করার চেষ্টা করছি। এছাড়া ওই রাস্তার সাথে আরো কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীরা বিকল্প রাস্তার কথা বলছে, বিষয়টি সরেজমিনে দেখতে হবে এবং এলাকার জনগণসহ সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে। উল্লেখ্য, কলেজের প্রধান ফটক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হওয়ার পর গত ২১ এপ্রিল কলেজের শিক্ষার্থীরা ওই সড়কটি বন্ধ করে বিকল্প সড়ক নির্মাণসহ নিরপাদ ক্যাম্পাসের দাবীতে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট