সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোটার
ঢাকা জেলায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ আহসান হাবীব এসআই (নিঃ) পদে এবং কনস্টেবল মোঃ আবুল বাশার এটিএসআই পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, ঢাকা জেলা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন মহোদয় এবং জনাব মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় অদ্য ০৭/০৫/২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মোঃ আহসান হাবীব এবং মোঃ আবুল বাশার দ্বয়কে র্যাংক ব্যাচ পরিধান করে দেন । এই সময় জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক (উত্তর) এবং জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মহোদয়সহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।