1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

খালেদা জিয়ার ভাগ্নের মুক্তির দাবিতে উত্তল ডিমলা

আব্দুর রাজ্জাক, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

নীলফামারী জেলার বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেন ডিমলা উপজেলা।

নীলফামারীর ডিমলা উপজেলা তুহিন সংগ্রাম পরিষদের আয়োজনে বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরীর নেতৃত্বে ইসলামিয়া ডিগ্রী কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলার শুটিবাড়ি মোড়ের স্মৃতি অম্লানের সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,

ডিমলাউপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানা, বিএনপি সিনিয়র নেতা আব্দুল মজিদ, চৌধুরী,জনতা কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন, বিএনপির সিনিয়র নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ মইনুল হক,মিজানুর রহমান প্রমুখ এবং ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের প্রবীণ বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

ফকরুদ্দিন সরকারের দায়ের করা ২টি সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে, তিনি আদালত কে সম্মান জানিয়ে গত, ২৯ এপ্রিল আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। বর্তমানে তিনি জেল হাজতে আটক রয়েছেন।

বক্তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানিয়ে বলেন,গণআন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাটি ও মানুষের নেতা তুহিন চৌধুরীর মুক্তি নিশ্চিত করবো । তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট