1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপত্তির মুখে বাস ভাড়া বাড়ল ৫ টাকা । লফস’র মশারি বিতরণ ডেঙ্গু নিয়ন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রভাতের গ্রাম পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পথযাত্রা শুরু করেছেন আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ মা,দ,ক কারবারি আ,ট,ক নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষা অনুষ্ঠিত হয়। চিরিরবন্দর, রানীর বন্দরে ড্রাম ট্রাক মোটরসাইকেলে সড়ক দু,র্ঘট,না, নি,হ,ত ১ ,আ,হ,ত ১।

দীর্ঘ ১৭ বছর পর মায়ের সঙ্গে দেখা জোবাইদা রহমানের

আদিলুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

আদিলুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশে ফিরে অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’ থেকে একটি ব্লু কালারের গাড়িতে করে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

গত ১ মে অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু।

২০০৮ সালে অসুস্থ স্বামী তারেক রহমানকে উন্নত চিকিৎসার লন্ডনে যান জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এরপর থেকে তারেক রহমানের সাথে তার বিরুদ্ধেও তৎকালীন সরকারের বিভিন্ন মামলা দায়ের করেন।ওই রকম মামলা থেকে রেহাই পাননি ইকবাল মান্দ বানু। ফলে ১৭ বছর আর দেশে ফেরা হয়নি জোবাইদার।

মঙ্গলবার সকালে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে জোবাইদা রহমান দেশে ফেরেন। ফিরোজায় পৌঁছানোর পর বিকালে মামী কানিজ ফাতেমাকে নিয়ে স্কয়ার হাসপাতালে আসেন জোবাইদা। কেবিন ব্লকে ইকবাল মান্দ বানু চিকিৎসাধীন আছেন। সেখানে আগে থেকেই ছিলেন বড় বোন শাহীনা জামান।

এদিকে জোবাইদা রহমান স্কয়ার হাসপাতালে আসবেন সে জন্য আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

হাসপাতালে পৌঁছালে সুরভী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় জোবাইদাকে। এ সময়ে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে রশিদুজ্জামান মিল্লাত, নাসির উদ্দিন অসীম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

মায়ের সাথেও দীর্ঘ বছর পর মায়ের দেখা হলো মেয়ে জোবাইদার। হাসপাতালের বিশেষ লিফটে কেবিনে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। এই সময়ে নিকট আত্বীয় স্বজনরা ছিলেন।

এই রিপোর্ট লেখা রাত সাড়ে ৮টা পর্যন্ত জোবাইদা হাসপাতালে মায়ের সাথেই আছেন।

বিএনপি নেতারা জানান, এখান থেকে রাতে ‘মাহবুব ভবনে’ যাবেন জোবাইদা রহমান। সেখানে কিছু সময় অতিবাহিত করে রাতে আবার ফিরোজায় ফিরে যাবেন তিনি।

দুই দিন আগে থেকে ধানমন্ডি ৫ নং সড়কে বাবা সাবেক নৌ প্রধানের বাসা ‘মাহবুব ভবন’কে প্রস্তুত করা হয়েছে ছোট মেয়ের জন্য। সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে।

এই বাসায় জোবাইদা রহমানের মা এবং বড় বোন বসবাস করেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল-রোগে ভুগছেন। কয়েক বছর আগে চিকিৎসার জন্য ব্যাংককে একটি হাসপাতালে তাকে নেয়া হয়েছিল।

‘সুরভী ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু। এই সংগঠনটি মূলত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে। এই কর্মকান্ডের জন্য তাকে ‘স্বাধীনতা পদক’ প্রদান করে সরকার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট