1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

সাহাব্দীনগর সার্বজনীন শ্রী শ্রী মগদেশ্বরী মাতৃ মন্দিরের উদ্যোগে অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব উদযাপন 

নিজস্ব প্রতিবেদন চট্টগ্রাম (প্রতিনিধি):
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন চট্টগ্রাম (প্রতিনিধি):

 

সাহাব্দী নগর মধ্য পারুয়া সার্বজনীন শ্রী শ্রী মগদেশ্বরী মাতৃ মন্দির ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ১০ তম প্রতিষ্ঠা উপলক্ষে শ্রী শ্রী চন্ডী পাঠ,শ্রীমদ্ভগবদগীতা পাঠ,ধর্মীয় সঙ্গীতাঞ্জলি ও অষ্টপ্রহর ব্যাপী মহানামযঞ্জ সংকীর্তন অনুষ্ঠিত। ২০,২১ ও ২২ ডিসেম্বর রোজ শুক্র,শনি ও রবিবার ৩ দিন ব্যাপী অনুষ্ঠান কর্মসূচি রয়েছে শ্রীমদ্ভগবদগীতা পাঠ,ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভ অধিবাস ও মহা নামযজ্ঞ সংকীর্তন।

শুভ অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন, শ্রী শ্রী রাধা মাধাব মন্দিরের সেবক বৈষ্ণব দাসী সনাতন গৌর দাশ(সঞ্জয়)।

কৃষ্ণলীলা ও গৌরলীলা পরিবেশন করেন শ্রী সমীর দে।

মহানাম যজ্ঞ সংকীর্তন পরিবেশন করেন শ্রী গুরু অচ্যুতান্দন সম্প্রদায়,শ্রী গৌর সুন্দর সম্প্রদায়, শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় ও শ্রী সত্যনারায়ন মন্দির সম্প্রদায়।

এতে আরো উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রী মগদেশ্বরী মাতৃ মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন দাশগুপ্ত।

সাধারণ সম্পাদক, শ্রী লক্ষণ মালাকার।

দৈনিক আজকের পত্রিকা’র সাংবাদিক ঝুলন দত্ত।

অপু দাশগুপ্ত, সমীর দাশ গুপ্ত, শ্যামল দাশগুপ্ত।

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি, মিঠুন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রাসেল চক্রর্বত্তী (রাজেশ), অর্থ সম্পাদক, শ্রী কৃষ্ণ মালাকার, সাংগঠনিক সম্পাদক শ্রী নারায়ণ মালাকার,রয়েল নন্দী, পুলক দাশ, অভি দাশগুপ্ত, মুন্না চৌধুরী, নয়ন মজুমদার, রিপন মালাকার,রবিন দাশগুপ্ত, শ্রাবন দাশগুপ্ত, সয়ন দাশগুপ্ত প্রমূখ।

উক্ত মহতী অষ্টপ্রহর মহোৎসবে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার পূর্ণতা ভক্ত বৃন্দ সমবেত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট