মোঃ হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই মোঃ জয়নাল আবেদীন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইং-০৪/০৫/২০২৫ তারিখ, দুপুর ১টা ৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন সড়ক বাজারস্থ ভূঁইয়া রেস্ট হাউজের দোতলার কক্ষে মহিলা ও পুরুষ অসামাজিক কাজে লিপ্ত হইয়া এলাকার লোকজনদের শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও বিরক্তি সৃষ্টি করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ও ফোর্স ইং-০৪/০৫/২০২৫ তারিখ, ২ ঘটিকার সময় আখাউড়া থানাধীন সড়ক বাজারস্থ ভূইয়া রেস্ট হাউজের দোতলার একটি কক্ষে উপস্থিত হইয়া উক্ত কক্ষে পার্শ্বে ০১। মোঃ জসিম ভূইয়া(৩৫), পিতা-রেয়াছত আলী ভূঁইয়া, সাং-ছোট কুড়িপাইকা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০২। হালেমা বেগম প্রকাশ সুমাইয়া(২৮), পিতা-মৃত মানিক উল্লাহ, সাং-বাংগাল পাড়া, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, ০৩। শাহানা আক্তার(৩৫), স্বামী-মৃত ইউসুফ, পিতা-মৃত আঃ মোতালেব, সাং-পশ্চিম চর জব্বর, থানা-আটকইল্যা, জেলা-নোয়াখালী, এপি সাং-মসজিদপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় জন বিরক্তি করা কালে আটক করে। আটক আসামীদেরকে অবৈধ ভাবে একই রুমে অবস্থান করে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদে তাহারা কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তাহারা আমলযোগ্য অপরাধে জড়িত থাকায় তাহাদেরকে ফৌঃকাঃ বিঃ ৫৪ ধারায় গ্রেফতার পূর্বক পেনাল কোডের ২৯০ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। ও আসামিগণকে আদালতে প্রেরণ করা হয়েছে।