মোঃ মাসুম বিল্লাহ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে স্থানীয়দের চোখে পড়ে লাশটি। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নজরুল ইসলাম রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার উত্তর কলকণ্ড কুড়িবিশ্যা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আজগর আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল মঙ্গলবার সকালবেলায় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যান নজরুল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই এভাবে বেরিয়ে যেতেন। তবে প্রতিবারই তাকে খুঁজে পাওয়া গেলেও এবার তার খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর রংপুর ও আশপাশের এলাকায় মাইকিংও করা হয়। অবশেষে শুক্রবার সকালে তার লাশ পাওয়া গেল সেচ ক্যানেলের পানিতে।
নজরুল ইসলামের বড় মেয়ের ছেলে দুলু মিয়া বলেন, “নানু প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তবে এবার আর ফিরলেন না। খুঁজতে খুঁজতে অবশেষে তাকে মৃত অবস্থায় পেলাম।”
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি মানসিক রোগীদের নিরাপত্তা ও যত্ন নিয়েও নতুন করে ভাবার তাগিদ দিয়েছেন সচেতন মহল।