স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ:
০২/০৫/২৫‘মালিক-শ্রমিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে’—এই স্লোগানকে সামনে রেখে প্রহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রাজ ওজস্তাগার শ্রমিক ইউনিয়ন গফরগাঁও শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় গফরগাঁও নতুন বাজার কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল গফুর বাদশা। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রতন মিয়া। কার্যকারী সভাপতি আলা উদ্দিন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সেলিম আহমেদ ও খোরশেদ আলম, সাবেক সহ-সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ইসাহাক, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ রবি হোসেন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আলী, প্রচার সম্পাদক লিমন, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিন্টু।
সভায় বক্তব্য রাখেন কার্যকরী সদস্য আকিকুল ইসলাম । এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য আলামিন, জয়নাল আবেদীন, কামরুল ইসলাম, কাঞ্চন মিয়া এবং গফরগাঁও উপজেলার অন্যান্য রাজ ওজস্তাগার ও শ্রমিক সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্য, সচেতনতা ও সংগঠনের গুরুত্ব অপরিসীম। সরকারের পাশাপাশি স্থানীয় সংগঠনগুলোকেও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকদের ৮ ঘণ্টা শ্রম সময় নির্ধারণের সংগ্রাম আজও বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে আছে। সেই দিনটির স্মরণে প্রতিবছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বজুড়েই এই দিনটি নানা আয়োজনের মাধ্যমে শ্রমিকদের অবদানকে সম্মান জানানোর দিন হিসেবে পালন করা হয়।