আরিফুর রহমান তীব্র, দৈনিক প্রভাতী বাংলাদেশ
চট্টগ্রাম বিভাগ দিয়ে কর্মসূচি হবে। ৯ মে চট্টগ্রাম হবে কর্মসংস্হানও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার। পরদিন ১০ মে সমাবেশ। দ্বিতীয় কর্মসূচি হবে খুলনায়।১৬ মে খুলনায় হবে, শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা, শীর্ষক সেমিনার। পরদিন ১৭ মে সমাবেশ। রাজশাহী -রংপুর বিভাগের কর্মসূচি হবে বগুড়ায়। ২৩ মে বগুড়ার কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার হবে।পরদিন ২৪ মে হবে সমাবেশ। সবশেষ কর্মসূচি হবে ঢাকায়। এই কর্মসূচিতে ঢাকা,ফরিদপুর, সিলেট,ও ময়মনসিংহ বিভাগ অংশ নিবে।২৭ মে ঢাকার তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অনৈতিক মুক্তি ‘শীর্ষক সেমিনার হবে। পরদিন ২৮ মে হবে সমাবেশ।
দেশের মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ তরুণ। ফলে আগামী নির্বাচনে ফেক্টর হবে, এই তরুণ ভোট।বিষয়টি মাথায় রেখে তরুণ ভোট,বিষয়টি মাথায় রেখে তরুণ ভোটারদের কাছে টানতে চায় বিএনপির তিন সংগঠন। এই লক্ষ্যে আগামী মে মাস মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাএদল। কর্মসূচির অংশ হিসেবে তারা যৌথভাবে সেমিনার ও সমাবেশ করবে।এই কর্মসূচি রাজনৈতিপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সংগঠন তিনটি মে মাসে চারটি বৃহত্তর বিভাগে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করবে। প্রতিটি বিভাগে ভিন্ন ভিন্ন শিরোনামে সেমিনার হবে।আর সমাবেশ হবে অভিন্ন শিরোনামে। এর শিরোনাম :তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।