আরিফুর রহমান তীব্র, দৈনিক প্রভাতী বাংলাদেশ
বিএনপির স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই,কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী করেছেন। আরে ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি।সেই গাছের আগায় বসে আপনারা ফল খাচ্ছেন।
বৃহস্পতিবার (১মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।মির্জা আব্বাস বলেন,বিএনপি শুনতে হয় ১৭ কেনো কিছুই করে নাই।কেউ কি বলতে পারবেন বিএনপির নেতাকর্মীরা জেলে যায়নি।এমনকি তারেক রহমান পর্যন্ত জেলে ছিলো। আশ্চর্য হতে হয় কিছু কিছু ছেলে বলে ১৭ বছর বিএনপি কি করেছে। এটা যারা বলে তারা মিথ্যার সাগরে বসবাস করে।তারা বিএনপিকে কৃতিত্ব দিতে চায় না।