মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন, দৈনিক প্রভাতী বাংলাদেশ
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব, নওগাঁ সদর উপজেলা শাখার উদ্যোগে আজ এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে প্রেস ক্লাবের সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকার রক্ষায় স্লোগান দেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে তীব্র রোদের মধ্যে কর্মরত শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করা হয়। ক্লাবের সদস্যরা বলেন, “শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমেই আমাদের দেশ ও অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই তাদের পাশে থাকা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষা, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে শ্রমিকদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব, নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।