স্টাফ রিপোর্টার মোঃ সোহেল মিয়া
গাজীপুরে বন্যপ্রাণি ও প্রকৃত সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ) সকাল থেকে ভবানীপুর বিটের অধীনস্থ ভবানীপুর বাজার এলাকায় বন বিভাগ পুলিশ ও র্যাব এর যৌথ অভিযানে এই কার্যক্রম পরিচালিত হয়।
এই দিন অভিযানে মহনা ভবানীপুর মৌজার বিভিন্ন দাগে মোট চল্লিশ শতাংশ জমি উদ্ধার করা হয়। যাহার বর্তমান বাজার মূল্য আনুমানিক বিশ কোটি টাকা।
ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে সফল ভাবে এই অভিযান পরিচালিত হয়।
এসময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিট কর্মকর্তা নাছিরুদ্দিন,বাড়ইপাড়া বিট কর্মকর্তা মিজানুর রহমান,বিকে বাড়ি বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা,জয়দেপুর থানা পুলিশ,র্যাব ১ একটি আভিযানিক টিম সহ ভাওয়াল রেঞ্জের সকল বিটের বন প্রহরীরা।
অভিযানের বিষয়ে ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সকাল নয়টা থেকে বিকেল চারটা পযর্ন্ত যৌথ ভাবে এই অভিযান করা হয়েছে।আজকের এই অভিযানে ১৪১৫ নং দাগে ১৫ শতাংশ,১৩৯৭ দাগে ৯ শতাংশ,১৪২২ দাগে ১৬ শতাংশ সর্বমোট ৪০ শতাংশ জমিতে নির্মাণ করা আধাপাকা টিনশেড দোকান ঘড় ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।পাচঁ আগস্টের পরবর্তীকালে বনের জমি জবরদখল করে গড়ে উঠা ঘড় বাড়ি উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যবহৃত থাকবে।