1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দিবস পালিত

শহিদুল ইসলাম খোকন :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম খোকন :

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১মে) দুপুরে উপজেলার মতলব সেতুর উত্তরপ্রান্তে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহসিন মন্ডল। কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরির দাবিতে বিভিন্ন বক্তব্য উঠে আসে।

বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, জাতীয়তাবাদী শ্রমিক দল মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মো. আবু সুফিয়ান, সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির, সহ-সভাপতি রুবেল প্রধান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন খান, বাগানবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজ প্রধান, সাংগঠনিক সম্পাদক মানিক বেপারী, একলাশপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্বাস মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোলেইমান, দুর্গাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তৌহিদুল ইসলাম বাবু, গজরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছানা উল্লাহ প্রধান, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূইয়া।

বক্তারা বলেন, “শ্রমিকদের অধিকার আদায়ে আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে প্রতিনিয়ত শ্রমজীবী মানুষের নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। নিম্ন মজুরি, অমানবিক কাজের পরিবেশ, অনিরাপদ কর্মস্থল এবং শ্রম আইনের সঠিক বাস্তবায়নের অভাব — এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দাবি, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের জীবনের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তাঁরা আরও বলেন, “শ্রমিক শ্রেণির উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। সাবেক মন্ত্রী পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পরামর্শ ও সার্বিক দিকনির্দেশনায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁর নেতৃত্বে উপজেলা শ্রমিক দল সুসংগঠিতভাবে মাঠে কাজ করছে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করছে।”

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “এই ৩১ দফা দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা। এই দাবি বাস্তবায়নে মতলব উত্তর উপজেলা শ্রমিক দল বদ্ধপরিকর এবং আগামীতেও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা শ্রমিক দলের সমাবেশে যোগদান করেন।

মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দিবস পালিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট