মোঃ লোকমান হাকিম স্টাফ রিপোর্টের
শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।
জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আয়কর ফাঁকির মামলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন মঙ্গলবার সকালে ঢাকার একটি বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেজো বোন সেলিনা ইসলামের ছেলে।
জামিন নামঞ্জুরের খবরে সৈয়দপুরে একটি প্রতিবাদ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা. জিকরুল হক রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আকতার শাহীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম জনি, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল হক জিয়া, কাজী একরামুল হক আনোয়ার হোসেন প্রামানিক সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মন্টু জেলা সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কার্জন, সুমিত আগাওয়ালা নিক্কি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন বলেন, অবৈধ ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ফরমাসি সাজানো মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সাজা দেয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি করছি।
তিনি আরো বলেন, জিয়া পরিবারের আত্মায় হওয়ায় সরকার তুহিন ভাইয়ের সাথে অন্যায় করেছে।