1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
গফরগাঁওয়ে ২২ ঘন্টা পর, ২ শিশু সিফাত মৃ*ত দেহ পুকুর থেকে উ*দ্ধার। আইমান সাদাব নি**খোঁজ। বিনা বেতনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন প্রতিবন্ধি সুরুজ্জামান। রাজধানীতে ব্যবসায়িকে হত্যা ঘটনার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করবো : আইন উপদেষ্টা দিগপাইত মানব সেবা রক্তদান ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। বগুড়ায় জেলা বিএনপি অফিস ভাঙ*চুরের গুজব: দলীয় নেতাকর্মীদের অবস্থান গজারিয়ায় জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাপাহারে এসএসসি’র ফলাফলে শীর্ষে পাইলট উচ্চ বিদ্যালয় নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সাধারন সম্পাদক পদপ্রার্থী বায়েজীদ রায়হান শাহীন । রাজধানীতে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাতে চট্টগ্রামে বিক্ষোভ এনসিপির মানুষের মাঝে আজোও বেঁচে আছে , গীতিকার আব্দুল গফুর হালী, তার লিখা গানের সংখ্যা হাজার ছাড়িয়েছে 

“শ্রমিকের অধিকার”

মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।

পহেলা মে’র ইতিহাস রক্তে রাঙা দিন,

অধিকার আদায়ের অমলিন বীণ।

শিকাগোর রাজপথে আত্মাহুতির গান,

জাগালো বিশ্বে শ্রমিকের নবপ্রাণ।।

পহেলা মে’র এই দিনে, জাগে বিশ্বের প্রাণ।

শ্রমিকের জয়গান গাহে, করে সবে সম্মান।

মানবিক পরিবেশ আর সঠিক বেতন চাই,

মর্যাদা নিয়ে বাঁচতে যেন কষ্ট নাহি পাই।।

পহেলা মে’র ইতিহাস মনে রেখো সাথী,

শ্রমিকের সংগ্রামে জ্বলেছিল বাতি।

অধিকার আদায়ের দৃপ্ত অঙ্গীকার,

ভেদাভেদ ভুলে সবে হও একাকার।।

রক্ত ঘামে ভেজা কঠিন মাটির বুক,

সৃষ্টির কলরবে জাগে নবীন সুখ।

হাড়ভাঙা খাটুনি তবু মুখে নাহি গ্লানি,

তাদেরই স্পর্শে ফোটে ফসলের ধানী।।

যুগে যুগে চলে আসা শোষণ-পীড়ন,

মানবাধিকার কাঁদে, মানে না বারণ।

ন্যায্য মজুরি আর কর্মপরিবেশ চাই,

শ্রমিকের মর্যাদা যেন ফিরে পাই।।

শোষণ আর বঞ্চনার হোক অবসান,

মানবিক পৃথিবী গড়ে উঠুক, জাগুক প্রাণ।

ন্যায্য মজুরি আর কাজের সম্মান,

শ্রমিকের জীবনে আসুক নতুন মান।।

কারখানা, ক্ষেত-খামার, পথের কিনারে,

জীবন সংগ্রামে বাঁচে যারা দুঃখভারে।

তাদের মুখের হাসি অমূল্য রতন,

তাদের শ্রমেই চলে বিশ্বের সঠিক গমন।।

আধুনিক বিশ্বে আজ যন্ত্রের জয়গান,

তবুও তো প্রয়োজন শ্রমিকের অবদান।

মেধা আর হাতের কৌশলে মেশে বল,

শ্রমিকেরাই আনে সমৃদ্ধি, অর্থনীতির ঢল।।

দারিদ্র্যের কষাঘাত আর অভাবের জ্বালা,

তবুও তো বাঁচে তারা, বেঁধে আশা-মালা।

সরকারের নীতি হোক শ্রমিক সহায়ক,

জীবনের যত সব বাঁধা, চিরতরে ঘুচে যাক।।

শিক্ষা- স্বাস্থ্যের আলোয় জীবন ভরুক,

শ্রমিকের জীবন নিশ্চিত সুন্দর হোক।

তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ো হেসে,

যেন তারা বিশ্বে বাঁচে সুখে ভালোবেসে।।

ধরণীর পথে বাঁচে সকল শ্রমজীবী ভাই,

অধিকার দাও, ঘুচাও দৈন্যদশা মিলে সবাই।

শোষণ বঞ্চনা আর নয়, জাগো হে মেহনতী,

ন্যায্য দাবীতে হও সোচ্চার, ভুলে যত ভীতি।।

রাসূলের অমর বাণী, স্মরণে রেখো ভাই,

ঘাম না শুকাইতে যেন, মজুরি পায় সবাই।

শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে সভ্যতা,

তাদের সম্মান জানাও, এটাই কর্তব্য-কৃতজ্ঞতা।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট