নয়ন ফারাজী উলিপুর প্রতিনিধি,
আজ রবিবার (২৭শে এপ্রিল) আনুমানিক বেলা ১টা ১৫ মিনিটে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ১নং ওয়ার্ডে কুড়ার পাড় নামক গ্রামে মাবুল নামে এক ব্যাক্তি খুন হয়েছেন। প্রতক্ষ্যদর্শীর বিবরণ থেকে জানা যায় কুড়ার পাড়গ্রামের বাসিন্দা আলেপ উদ্দিন( ৫৫) নামের এক ঝাল মুড়ি বিক্রেতা একই গ্রামের মাবুল(৫৫) মসলা বিক্রেতার নিকট কিছু টাকা পেতেন দীর্ঘদিন যাবত সে টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। তিনি বেশ কয়েকবার তারিখ দিয়ে সে টাকা দিতে পারেননি।ঘটনার দিন রবিবার সোয়া একটার দিকে মাবুল মিয়া আলেপ উদ্দিনের বাড়ির নিকটে অন্য এক ব্যাক্তির কাছে মাবুল মিয়া তার ব্যবসার পাওয়না টাকা চাইতে গেলে সেখানে আলেপ উদ্দিন( ৫৫) উপস্হিত হন এবং তার পাওয়না টাকার জন্য মাবুলকে চাপ দিতে থাকেন তার একপর্যায়ে কথা কাটাকাটির সময় আলেপ উদ্দিন তার হাতে থাকা ছুরি দিয়ে মাবুলের পেটে সজোরে চালিয়ে দেন তাতে মাবুল মাটিতে লুটিয়ে পড়েন তাকে হাসপাতাল নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাবুল রাস্তায় মারা যায়। উপস্হিত লোকজন আলেপ উদ্দিনকে আটকে রেখে পুলিশে খবর দেন।সাথে সাথে পুলিশ গ্রেফতার করে তাকে উলিপুর থানায় নিয়ে আসে। লাশ কুড়িগ্রাম হাসপাতাল থেকে সুরহতাল রিপোর্টের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।উলিপুর থানার
অফিসার ইনচার্য জিল্লুর রহমান জানান ঘাতক আলেপ উদ্দিনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী জানান আলেপ উদ্দিনম অত্যান্ত বদরাগী মানুষ।