1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

খুলনার জন্মদিনে আনন্দে মাতলো খুলনাবাসী

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা জেলার প্রতিষ্ঠার ১৪৩ বছর পুর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আজ শুক্রবার বর্নাঢ্য আয়োজন ” খুলনা দিবস” পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতিক পায়রা, বেলুন ও ফেস্টূন উড়িয়ে দিনব্যাপি কর্মসুচির উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিটোজ সরকার, উদ্ধোধনী অনুষ্ঠানের পর বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায়, পালকি, ঘোড়ার গাড়ি, সাইকেলিং, আদিম মানুষ, জেলে, রোভার স্কাউট, গার্লস গাইড,ব্যান্ড পার্টি অংশ নেয়। খিলনা দিবস উপলক্ষ্যে উন্নয়ন কমিটির পক্ষ থেকে স্মরনীয়কা প্রকাশ খুলনা মেজবানি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিব্যাপি বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়। ১৮৮২ খ্রীস্টাব্দের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই দিনটিকে প্রতিবছর নানাবিধ কর্মসুচির মাধ্যমে পালন করে আসছে। খুলনা দিবসের দিনব্যাপি কর্মসুচির উদ্ধোধন অনুষ্ঠানে বক্তারা খুলনার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা খুলনার ইতিহাস, ঐতিহ্য, সংরক্ষনের আহবান জানিয়ে বলেন, খুলনার উন্নয়নের জন্য যসকল দাবি সমুহ এখনোও অপুরনীয় রয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দিনব্যাপি কর্মসুচিতে খুলনার প্রশাসনিক উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ। নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ দলমত নির্বিশেষে খুলনার সর্বস্তরের ব্যাপক জনগন অংশগ্রহণ করেন। উদ্ধোধনী সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। সংগঠনের মহাসচিব এ্যাড: শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মো: মনিরুজ্জামান মন্টু, জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এ্যাড: জাহাঙ্গীর হোসেন হেলাল, শিক্ষাবিধ অধ্যাপক মো: মাজহারুল হান্নান, প্রকৌশলী আজাদুল হক, এ্যাড: কুদরত ই খুদা, খুলনা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাড: আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব নুরুল হাসান রুবা, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক নবাব, আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: খান মনিরুজ্জামান, সিপিবি নেতা এস এ রশীদ, ওয়াকার্স পার্টির নেতা এ্যাড: মিনা মিজানুর রহমান, শেখ মফিদুল ইসলাম, ইসলামী আন্দোলন খুলনা মহানগর সহ সভাপতি শেখ নাসির উদ্দিন, গনসংহতি আন্দোলনের নেতা মুনির চৌধুরী সোহেল, বিএনপি নেতা অধ্যক্ষ রেহানা, সিপিবি নেতা এ্যাড: বাবুল হাওলাদার, ডা: নাসির উদ্দিন, কবি সৈয়দ আলী হাকিম, মো: তরিকুল ইসলাম, মো: নিজামুর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহিন জামাল পন, অধ্যাপক মো: আবুল বাশার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মো: আযম খান, মামুনুরা জাকির খুকুমনি, মো: খলিলুর রহমান প্রমুখ। এছাড়া সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট