মো: দেলোয়ার হোসেন কাহালু (বগুড়া) প্রতিনিধি:
কাহালু পৌর শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ । গ্রেফতারকৃত আসামি কাহালু উপজেলা পৌর সাগাটিয়া গ্রামের মোঃ বাবলু শাহ পুত্র মোঃ সাগর শাহ ওরফে মাছ সাগর (২৭) গত বুধবার গোপন তথ্যের ভিত্তিতে কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান দিকনির্দেশনায় কাহালু রেলওয়ে স্টেশন এলাকা থেকে এ এস আই মোজাম্মেল হক এর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কাহালু থানা দুইটি মামলা এবং বগুড়া সদর থানা একটি মামলা । বগুড়া সদর থানার মামলা নং ৩৭ তারিখ ১২-০৯-২০২৪ ইং জি আর নং ৮০৩ নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে । আটক বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার এএসআই মোজাম্মেল হক।